এস, এম নুআস: ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে ফেরিঘাটের সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় গত বুধবার থেকে চিলমারী-রৌমারী রুট ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় দূর্ভোগে পড়েছেন পণ্যবাহী পরিবহনগুলো।
ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারী ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান। তিনি বলেন, চিলমারী ফেরিঘাটের সংযোগ সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে ফলে গাড়ি ফেরিতে উঠা বা নামানো সম্ভব নয় ফলে আপাতত ফেরি চলাচল বন্ধ রয়েছে। প্রচন্ড ¯্রােতের কারণে সংযোগ সড়ক সংস্কার সম্ভব হচ্ছে না। পানি কমে গেলে ফেরি সার্ভিস স্বাভাবিক হবে।
সংশ্লিষ্ট ও সরেজমিন চিলমারী ফেরি ঘাটে গিয়ে দেখা গেছে, ফেরিঘাটের সংযোগ সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে। এর ফলে পণ্যবাহী গাড়ি চলাচল করতে না পাড়ায় এই রুটে গত বুধবার থেকে সার্ভিস বন্ধ রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৯ টায় ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ৬৩ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
Leave a Reply