বিনোদন ডেস্ক: রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমা মুক্তি পরবর্তী অনেকটা সময় আড়ালে রয়েছেন হার্টথ্রোব চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। তবে বেশকিছু বিদেশ ট্যুরের ছবি তার ভেরিফাইড পেজে দেখা গেছে। এ নিয়ে খানিকটা চর্চিত ছিলেন দীঘল চুলের সুন্দরী এই অভিনেত্রী। পরে এ নিয়ে তার কাছে জানতে চাইলে তিনি ওপ্রান্ত থেকে হেসেই খুন। বলেন, আমি ভাইয়া গ্রুপে জয়েন করেছি। সেখানে সহকারী ব্যবস্থাপন হিসেবে কোম্পানির ব্র্যান্ডিং এন্ড প্রমোশনের কাজটা করছি। আর সেকারণেই মাঝেমধ্যেই বিদেশ যেতে হচ্ছে। অবশ্য এ নিয়ে কে কি ভাবলো তাতে আমার কিছু আসে যায় না। আমি আছি বিন্দাস। খাচ্ছি-দাচ্ছি কাজ করছি।
নিজেকে ফিট রাখতে কি করছেন এমন প্রশ্নের জবাবে আবেদনময়ী সুবাহ বলেন, এখন আমি নিয়মিত জিম করছি। ইতিমধ্যে পাঁচ কেজি ওজন ঝড়িয়েছি। উচ্চতা অনুপাতে আরো ৫ থেকে ৮ কেজি ঝড়াবো, এজন্য নিয়মিত জিমে সময় দিচ্ছি।
কাজের খবর প্রশ্নের সুবাহ বলেন, মান্নান গাজীপুরের ‘মন বসেছে পড়ার টেবিলে’ সিনেমাটির শ্যুটিং শেষ। এখন ডাবিং বাকি। ওটার জন্যই প্রস্তুতি নিচ্ছি।
নতুন প্রজেক্ট সম্পর্কে সুবাহ বলেন, এর মাঝে কয়েকটি কাজের অফার পেয়েছি কিন্তু ওজন না ঝড়িয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে চাইছি না। আমার ভক্তরা ছিপছিপে গড়নের যে সুবাহকে তাদের হৃদয়ের মণিকোঠায় রেখেছেন তেমনটা হয়েই আবার ক্যামেরার সামনে দাঁড়াবো। আশা করছি শিগগিরই আমার ভক্তরা আমাকে সেরূপে দেখতে পাবেন, সে চেষ্টাই করে যাচ্ছি।
Leave a Reply