স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা ও সমাজভিত্তিক পুনর্বাসন নিশ্চিতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বে-সরকারি উন্নয়ন সহযোগী সংস্থা ফ্রেন্ডশিপের আয়োজনে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন। ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে সভায় ফ্রেন্ডশিপ ডিজ্যাবিলিটি ইনক্লুশন প্রোগ্রামের বিস্তারিত আলোচনা করেন প্রকল্প ব্যবস্থাপক সেলিম রেজা। কুড়িগ্রাম জেলার ৩০টি ও গাইবান্ধার ২০টি চরে সম্প্রতি বিশেষ সেবা কার্যক্রম চালু করেছে। এতে ৩ হাজারের বেশি প্রতিবন্ধি ব্যক্তি এ সেবার আওতাভুক্ত রয়েছে। আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহিদ আনোয়ার পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান মোঃ মর্জিনা বেগম জেলী, রমনা মডেল ইউপি চেয়ারমান মোঃ গোলাম আশেক আঁকা, ডাঃ মোঃ আবু রায়হান, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার ও প্রজেক্ট অফিসার ইসমাইল হোসেন প্রমুখ।
Leave a Reply