স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে বন্যার্ত মানুষের মাঝে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা গ্রামের ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউসের উদ্যোগে ৩ শতাধিক মানুষের মাঝে বিশেষজ্ঞ ডাক্তারগণের মাধ্যমে বিভিন্ন রোগের পরামর্শ ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এসময় লাইট হাউসের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী মোঃ হারুন অর রশীদ, চিলমারী শাখা ব্যবস্থাপক মোঃ মাহাবুর রশীদ, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় রাস্তার ধারে ২ হাজার খেজুর গাছের বীজ বপন করা হয়।
Leave a Reply