স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের চিলমারীতে আর. ইউ শপিং কমপ্লেক্স’র উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি।
শুক্রবার সন্ধ্যায় চিলমারী উপজেলার থানাহাট বাজারে অবস্থিত তবকপুর ইউপি চেয়ারম্যান মোঃ ওয়াদুদ হোসেন মুকুলের সভাপতিত্বে আর.ইউ শপিং কমপ্লেক্স’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, উপজেলা নির্বাহী অফিসার এ, ডবিøউ, এম রায়হান শাহ্, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক পরিচালক ডা. মওদুদ হোসেন বাবু, চিলমারী মডেল থানার ইনচার্জ অফিসার মোঃ আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার।
Leave a Reply