যুগের খবর ডেস্ক: কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় মঙ্গলবার (২৯ জুলাই) সারাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, কোটা সংস্কারের দাবিতে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। শোক পালন কালো ব্যাচ ধারণ করা হবে। এছাড়া মসজিদ, মন্দির ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হবে।
Leave a Reply