স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে ডোবার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধকবার চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ডেমনারপাড় গ্রামের ফাতেমা খাতুন (৩) নামের এক শিশু বাড়ির পূর্ব পাশের ডোবায় পড়ে মৃত্যুবরণ করে। সকাল ১১টার দিকে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা দেখতে গিয়ে ডোবায় পড়ে তার মৃত্যু হয়। শিশুটিকে দ্রুত চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির পিতার নাম রশিদুল আলম। ৩ কন্যা সন্তানের মধ্যে ফাতেমা খাতুন সবার ছোট।
Leave a Reply