স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন সরকার রচিত কাব্যগ্রন্থ “স্বাধীনতা তুমি বোনের চোখের জল” এর মোড়ক উম্মোচন করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন মোড়ক উম্মোচন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহিদ আনোয়ার পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা বেগম জেলী, বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম ও গ্রন্থের লেখক মোঃ মোসলেম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন দীর্ঘদিন যাবৎ কবিতা লিখে আসছেন। এটি তার প্রথম কাব্যগ্রন্থ।
Leave a Reply