যুগের খবর ডেস্ক: সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর প্রেস ক্লাবের সামনে অবরোধ করছেন আন্দোলনকারীরা। এসময় প্রেস ক্লাবের সামনে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে।
পরে পররাষ্ট্র ভবনে বাইরে থেকে ইট পাটকেল নিক্ষেপের চেষ্টা করা হয়। ভবনের সামনে অগ্নিসংযোগ করা হয়েছে।
রোববার (৪ আগস্ট) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় পুলিশ-ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।সাউন্ড গ্রেনেডের মুহুর্মুহু শব্দে কেঁপে উঠছে জাতীয় প্রেস ক্লাব এলাকা।
বর্তমানে সেখানে উত্তেজনা বিরাজ করছে এবং রণক্ষেত্রে পরিণত হয়েছে প্রেস ক্লাব। আন্দোলনকারীরা সচিবালয় মেট্রোরেলের নিচে অবস্থান নিয়েছেন। বর্তমানে তারা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে যাচ্ছেন।
Leave a Reply