যুগের খবর ডেস্ক: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। আপনারা আমাকে সাহায্য করেন। সুন্দর ভাবে দেশ পরিচালনা করা হবে।
সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সেনাপ্রধান।
তিনি বলেন, আমরা সব হত্যাকাণ্ডের ও সব অপরাধের বিচার করবো। আমি কিছুক্ষণের মধ্যে রাষ্ট্রপতির কাছে যাবো। আলাপ আলোচনা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এর মধ্যদিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনবো।
সেনা প্রধান বলেন, আমরা সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করেছি। সমস্যার সমাধান হবে।
Leave a Reply