যুগের খবর ডেস্ক: দুপুর ১টার মধ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সেই সঙ্গে তাকে দ্রুত প্রধান বিচারপতির বাসভবন ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তা না হলে গণভবনের মত অবস্থা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এদিকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ডাক দেন। তারা ১০টার মধ্যে কার্জন হলের গেটে আসার আহ্বান জানান। পরে এতে অংশ নেন কয়েক শ’ শিক্ষার্থী। তারা হাইকোর্ট এলাকায় অবস্থান নিয়ে আজ শনিবার বেলা ১১টার সময় এ ঘোষণা দেন।
আল্টিমেটাম হিসেবে আর মাত্র ১ ঘন্টা সময় রয়েছে প্রধান বিচারপতির হাতে।
‘জুডিশিয়ারি ক্যু’ এর শঙ্কায় হাইকোর্ট ঘেরাওয়ের ঘোষণা দিয়ে বেলা ১১টার পর থেকে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা।
এসময় তাদের প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ‘বিচারপতি গদি ছাড়’ বলেও স্লোগান দিচ্ছেন তারা।
এদিকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে ডাকা ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply