স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের চিলমারীর কৃতি সন্তান মোঃ শামসুল আজম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করেছেন।
সোমবার (১৯ আগস্ট) স্থানীয় ও পারিবারিক সুত্রে এ তথ্য জানা যায়।
এর আগে রবিবার (১৮ আগস্ট) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার এ পদোন্নতির বিষয়টি জানানো হয়। মোঃ শামসুল আজম উপসচিব থেকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।
মোঃ শামসুল আজম চিলমারী উপজেলার কিশামত বানু গ্রামের মরহুম সিরাজুল হকের পুত্র। ৬ ভাই ২ বোন। ভাইদের মধ্যে ৫ম শামসুল আজম। তিনি কিশোরগঞ্জ, আটোয়ারী, সুন্দরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পঞ্চগড় ও গাইবান্ধায় এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নীলফামারী জেলা পরিষদে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জোনাল সেটেলমেন্ট অফিসার বৃহত্তর দিনাজপুর জোনে কর্মরত আছেন।
Leave a Reply