আজকের তারিখ- Sun-19-01-2025

চিলমারীতে শুন্য পদ দেখিয়ে নিয়োগের নামে অর্থ আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে সহকারী শিক্ষক পদে নিয়োগের নামে এক নারীর নিকট থেকে দশ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। দশ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ পেয়ে যোগদানের ৯বছর পর ওই নারী জানতে পারেন তার পদটি শুন্য নেই, ওই পদে পূর্বের এমপিও ভূক্ত শিক্ষক রয়েছে। ৯বছর পর প্রতারক প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেন তিনি।
লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, উপজেলার শামসপাড়া এলাকার মোছাঃ শামীমা আক্তার সরদার ২০১৬ সালের ২জানুয়ারী তারিখে চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান) পদে যোগদান করেন। নিয়োগ নেয়ার সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুর রহমান পর্যায়ক্রমে তার নিকট হতে দশ লক্ষ টাকা হাতিয়ে নেন। সে সময়ে ৩মাসের মধ্যে নিজ দায়িত্বে এমপিওভূক্ত করে দিবেন মর্মে আশ্বস্ত করেছিলেন প্রধান শিক্ষক। টাকা নেয়া শেষ হলে এমপিও’র জন্য আবেদনের বিষয়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে কালক্ষেপণ করতে থাকেন প্রধান শিক্ষক। বেশী চাপ দিলে তিনি ওই নারীর সরলতার সুযোগ নিয়ে তার সাথে খারাপ আচরণ করেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলতে থাকেন। কখনো কখনো পরিচ্ছন্নতা কর্মী পদে পুনরায় নিয়োগ নেয়ার জন্যও প্রস্তাব করেছিলেন ওই প্রধান শিক্ষক।
চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ নেয়া শামীমা আক্তার সরদার দুঃখ করে জানান, জীবিকা নির্বাহের তাগিদে শুন্য পদে ২০১৬ সালের ২জানুয়ারী তারিখে সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান) পদে নিয়োগের জন্য পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ নিয়েছিলাম। নিয়োগের সময় প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান আমার নিকট থেকে মিষ্টি কথা বলে দশ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিলেন। এক পর্যায়ে বাধ্য হয়ে আমার আড়াই ভরি স্বর্নলংকার মাত্র ২২হাজার টাকায় বিক্রি করেও তাকে দিয়েছিলাম। নিয়োগের পর থেকে এমপিও ভূক্তির জন্য বলা হলে বিভিন্ন অজুহাত দেখিয়ে ৯বছর অতিক্রম করান তিনি। গত জুলাই মাসে তিনি আবারও আমার নিকট থেকে ২লক্ষ টাকা চেয়েছিলেন।
জীবিকা নির্বাহের তাগিদে ধার দেনা করে এবং নিজের ও পরিবারের সদস্যদের স্বর্নালংকার বিক্রি করে ১০লক্ষ টাকা প্রদান করে স্কুলে নিয়োগ নিয়ে বিল না হওয়ায় দীর্ঘ ৯বছর ধরে সন্তানদের নিয়ে মানবেতর জীবন যাপন করার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘ ৯বছর প্রতারিত হয়ে এমপিওভূক্তির আবেদনের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বরনাপন্ন হলে তিনি ফাইলে স্বাক্ষর করতে ৫হাজার টাকা দাবি করেন।অতি কষ্টে ৫হাজার টাকা জোগার করে ফাইলে স্বাক্ষর করিয়ে চলতি বছরের জুন মাসে অনলাইনে বিল প্রাপ্তির জন্য আবেদন করি। আবেদনটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ-পরিচালকের দপ্তর থেকে পরিত্যাক্ত হয়। পরে জানতে পারি আমার পদে (সহকারী শিক্ষক-সমাজ বিজ্ঞান) এমপিও ভূক্ত শিক্ষক থাকায় আমি ওই পদের জন্য অতিরিক্ত শিক্ষক।ফলে আমার বেতন বিল হওয়ার কোন সম্ভাবনা নেই বলে জানা গেছে।
নিয়োগের বিষয়ে চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, ফোনে এসব বিষয়ে আলোচনা হবে না, স্কুলে আসেন বিস্তারিত বলবো।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী জানান, স্কুলটি নি¤œ মাধ্যমিক ছিল এখন মাধ্যমিক হয়েছে। ওই শিক্ষিকার বিল হওয়ার কথা, তাই এমপিও ভূক্তির জন্য আবেদন করা হয়েছিল।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ jugerkhabor@gmail.com, smnuas1977@gmail.com
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )