স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলার কড়াইবরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট এলাকার মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘তাপদাহে মানুষের জন্য করণীয়’ শীর্ষক জনসচতেনতামূলক প্রচারণা কার্যক্রমের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে সেভ দ্য চিলড্রেন এর আর্থিক সহায়তায় পরিচালিত ‘এল নিনো এন্টিসিপেটরি এ্যাকশন্স টু ড্রট এন্ড হিটওয়েভ ইন বাংলাদেশ প্রজেক্ট’ এর অধীনে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) উক্ত কার্যক্রমের আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাহের আলী, চিলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, কড়াইবরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদাকাত হোসেন ও সহকারী শিক্ষকবৃন্দ, সেভ দ্য চিলড্রেন এর প্রকল্প কর্মকর্তা মোঃ আব্দুল বাতেন, এমজেএসকেএস এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ছাতা ও লিফলেট বিতরণ করা হয় এবং উপস্থিত অন্যান্যদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
Leave a Reply