স্টাফ রিপোর্টার: চিলমারীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে ২০জন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে কুড়িগ্রামের চিলমারী উপজেলা অডিটোরিয়ামে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও মিনহাজুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, চিলমারী উপজেলা শুভসংঘের সভাপতি জিএম সারোয়ার, সেক্রেটারি সোহেল সাওরাত, সাংবাদিক আব্দুল খালেক ফারুক, হুমায়ুন কবির সূর্য, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার প্রমুখ।
শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সারাদেশে পর্যায়ক্রমে ৫ হাজার অস্বচ্ছল পরিবারের নারী সদস্যদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণের মাধ্যমে সেলাই মেশিনগুলো বিতরণ করা হচ্ছে। যাতে করে তারা কর্মের মাধ্যমে পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারে। তারই ধারাবাহিকতায় আজ কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ২০জন নারীকে প্রশিক্ষণের মাধ্যমে সেলাই মেশিনগুলো বিতরণ করা হলো।
Leave a Reply