স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের উলিপুরে সেভ দ্য চিলন্ডেন এর আর্থিক সহায়তায় মহিদেব যুব সমাজকল্যাণ সমিতি কর্তৃক বাস্তবায়িত El Nino Anticipatory Actions to Drought and Heatwave in Bangladesh প্রকল্পের আওতায় শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উলিপুরে এমজেএসকেএস প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী শিখন বিনিময় কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ রেজওয়ানুল হক, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ হারুন অর রশিদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তারিফুর রহমান সরকার, সহকারী মৎস্য কর্মকতা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হাই, গুনাইগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোকলেছুর রহমান, চিলমারী উপজেলা মৎস্য অফিসার মোঃ বদরুজ্জামান রানা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস ছালাম, উপজেলা কৃষি কর্মকর্তা প্রণয় বিষাণ দাস, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী উত্তম কুমার সিংহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাহের আলী, চিলমারী, প্রধান প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাছিম উদ্দিন, রমনা মডেল ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম আশেক আঁকা, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালায় কৃষক প্রতিনিধি, শিশু কিশোর প্রতিনিধি, মহিলা প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধিসহ সংস্থা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাসহ প্রকল্প ব্যবস্থাপক মোঃ সহিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন এমজেএসকেএসের উপ-পরিচালক শ্যামল চন্দ্র সরকার। প্রকল্প এবং কর্মশালার উদ্দেশ্য বর্ণনার পাশাপাশি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
Leave a Reply