॥ শরিফুল ইসলাম ॥
সুমধুর কণ্ঠে হাঁকিতেছে আযানের সুর
মুয়াজ্জিনের আহ্বানে ডাকিতেছে মসজিদ কতদূর,
বাতাসে ভেসে ওঠে আযানের মূর্ছনা;
মা ডাকে ওঠো হে বাছা, জীবনকে করোনা লাঞ্চনা।
যেদিন আসবে তোমার জীবনের পরশ বেলা,
বুঝবে সেদিন জীবনকে করেছো কত অবহেলা।
নফসের টানে শয়তানের তানে করেছো যত গাফলতি,
নিস্তেজ হয়ে যাবে সব আল্লাহর বাতি।
এমনি করে কাটবে কালের যত খুঁটি,
মিটে যাবে সকল সুখের টুটি।
ঠাঁই নাই, ঠাঁই নাই, জাগো হে নবীন,
এসেছে সময়, এসো হে স্রষ্টার ছায়াতলে।
মিটে যাবে সব কলুষিত মন,
আসবে সুখের স্রষ্টার বাঁধন।
Leave a Reply