আজকের তারিখ- Mon-17-02-2025
 **   পরিকল্পনা উপদেষ্টা আগের সরকারের অসমাপ্ত প্রকল্প ফের শুরু করতে ডিসিদের নির্দেশ **   গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের বিকল্প নেই: মির্জা ফখরুল **   অপারেশন ডেভিল হ্যান্ট চিলমারীতে গ্রেফতার-১ **   বিয়ে করলেই তো সবশেষ: পূজা চেরি **   সংলাপের মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু : প্রধান উপদেষ্টা **   পরিষ্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে, তারপর স্থানীয়: ফখরুল **   দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. ইউনুস **   সৌদি ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমানের বিশেষ ভাড়া নির্ধারণ **   চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা **   চিলমারীতে লাইট হাউজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চিলমারীতে একাধিক হয়রানীমূলক মামলায় নাজেহাল খুচরাপাড়ার মানুষ

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় একাধিক হয়রানীমূলক মামলায় নাজেহাল হয়ে পড়েছে এলাকাবাসী।
জানা গেছে, চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা খুচরা গ্রামবাসী একাধিক মামলার আসামী হয়ে জনপ্রতিনিধিদের দাড়ে দাড়ে ঘুরছে প্রতিকার চেয়ে।
প্রাপ্ত অভিযোগ ও সরেজমিনে জানা গেছে, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র্র খুচরা পাড়া গ্রামের আব্দুল হামিদের মেয়ে হাসিনা খাতুন আদুরী গত ০৬/০৬/২০২৪ইং তারিখের ঘটনা উল্লেখ করে চিলমারী মডেল থানায় ৮জন গ্রামবাসীকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ০২, তারিখ- ১৩/০৬/২০২৪ইং। আসামীগণ বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন নিয়ে বাড়ীতে ফিরে আসেন। পরে আব্দুল হামিদ বাদী হয়ে ২০/০৮/২০২৪ইং তারিখে বিজ্ঞ আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। যার পিটিশন নং- ২৪/২০২৪ (চিল)। এতে ২৫জন নিরীহ গ্রামবাসীকে আসামী করা হয়। মামলার পিটিশনে বলা হয়, আশরাফুল ইসলামসহ ২৫জন নারী-পুরুষ গত ০৭/০৬/২০২৪ইং তারিখে আব্দুল হামিদের দখলীয় ২ শতাংশ জমিতে অনধিকার প্রবেশ করে কাঁঠাল গাছ, সুপারী, আম গাছের চারা ক্ষতিসাধন করেছেন। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সুপারির গাছ বিদ্যমান রয়েছে। অন্যান্য গাছের চারা উঠানোর কোন চিহ্ন পাওয়া যায়নি। গ্রামবাসীদের মধ্যে রাজু মিয়া জানান, আমার বাড়ী ঘটনাস্থল থেকে একটু দুরে। আমি বিরোধ নিস্পত্তির জন্য গিয়েছিলাম আমাকেও আসামী করা হয়েছে। সেই সাথে আমার স্ত্রী ও বিবাহিত মেয়েকেও আসামী করা করা হয়েছে। মোঃ আজম মিয়া জানান, আমি অন্য গ্রামে বসবাস করি, এই ঘটনার সাথে সম্পৃক্ত নাই, তারপরও আমাকে আসামী করে হয়রােনী করা হচ্ছে। মামলা ১নম্বর আসামী মোঃ আশরাফুল আলম বলেন, আমি কোন জমি দখল করিনি। আব্দুল হামিদ গং গ্রামবাসীর চলাচলের রাস্তা বন্ধ করায় রাস্তাটি মানুষ চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। যে জমি দখলের কথা বলা হয়েছে, সে জমি তার বাবা আমাদের নিকট বিক্রি করেছেন। ভুলবসতঃ আব্দুল হামিদের বাবার নামে রেকর্ড হয়েছে। রেকর্ড সংশোধনের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। গ্রামবাসীর মধ্যে শামসুল হক, আতিকুর রহমান, কমলা খাতুন, আয়েশা খাতুন, মানিক মিয়াসহ আরো অনেকে জানান, জুনের ৬ তারিখের একটি মিথ্যা ঘটনা দেখিয়ে থানায় মামলা দায়ের করে আবারও আব্দুল হামিদ ৭ জুনের আরেকটি ঘটনা দিয়ে বিজ্ঞ আদালতে মামলা করে গ্রামবাসীকে হয়রানী করছেন। এব্যাপারে আব্দুল হামিদের কাছে জমির কাগজপত্র দেখতে চাইলে তিনি কাগজপত্র দেখাননি। গ্রামবাসী এমন হয়রানীমুলক মামলার প্রতিকার চান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ jugerkhabor@gmail.com, smnuas1977@gmail.com
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )