স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়েছে এলাকাবাসী।
জানা গেছে, চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কয়ারপাড় বীরবিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম নিয়োগ বাণিজ্যের মাধ্যমে ৪টি পদে সভাপতির স্বাক্ষর জাল করে নিয়োগ দিয়েছেন। এব্যাপারে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল করিম মিয়া একটি লিখিত অভিযোগ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাখিল করেছেন। অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, দিনাজপুরের স্মারক নং- ২/এস/৮৯১/৩৭২/০৬, তারিখ- ১৮/০৬/২৩ইং তারিখে ০২ বছরের জন্য সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল করিম মিয়াকে সভাপতি করে ম্যানেজিং কমিটি অনুমোদন করেন। তিনি বলেন, সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে কোন প্রকার নিয়োগ বোর্ড গঠন করা হয়নি বা নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় নাই। প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম আমার স্বাক্ষর জাল করে এমএলএসএস, পরিচ্ছন্ন কর্মী, ল্যাব সহকারী ও আয়া পদে নিয়োগ দিয়ে অবৈধভাবে এমপিওভূক্ত করেছেন। বিষয়টি বিদ্যালয়ে গিয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক কোন সদুত্তোর না দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসময় গ্রামবাসী প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেন। মুঠোফোনে অনেকবার চেষ্টা করেও প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
Leave a Reply