স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবার।
মঙ্গলবার বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে উপজেলা পরিষদ চত্বরে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন করেছেন চিলমারী উপজেলার বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবার। মানববন্ধনে অংশ নেন বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকগণ। এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল হালিম, অধ্যক্ষ ড. মো: মিনহাজুল ইসলাম, প্রধান শিক্ষক তসবিরুল হক রুমি, প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের (ভার:) নিকট প্রদান করেন। মানববন্ধন চলাকালিন শিক্ষকরা বিভিন্ন দাবির প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের বিভিন্ন কর্মসূচি চলমান রাখার ঘোষণা দেন।
Leave a Reply