স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে চাঞ্চল্যকর নৈশ্য প্রহরি নিহতের ঘটনার তার পরিবারকে আর্থিক সহযোগিতা ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা নির্বাহী অফিসার এ, ডবিøউ, এম রায়হান শাহ্ নিহত নৈশ্য প্রহরী এরশাদুল হকের স্ত্রী জাহেনারাকে নগদ ৩০ হাজার টাকা ও ৫ শতক জমির দলিল হস্তান্তর করেন। এসময় সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার ও আনন্দ টিভি কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম সুজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারী উপজেলার জোড়গাছ বাজারে নৈশ্যপ্রহরীকে শ্বাসরোধ করে হত্যা করে ৩টি দোকান চুরি করে দৃর্বৃত্তরা। ঘটনার পরদিন উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শণ করে নিহতের পরিবারকে জমি ও পাকা ঘর দেয়া প্রতিশ্রæতি দেন। পাকা ঘরটিরও নির্মাণ কাজ চলমান রয়েছে।
Leave a Reply