স্টাফ রিপোর্টার: ভারতে মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসুল (সাঃ) সম্পর্কে জঘন্যতম কুটুক্তি ও বিজেপির সাংসদ নিতেশ নারায়ন রানের সমর্থণের প্রতিবাদে চিলমারীতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার বাদ আছর কলেজ মোড় থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, থানাহাট পুরাতন বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুল্লাহ, হাফেজ মোঃ আশরাফুল ইসলাম ও হাফেজ মোঃ ওয়াজকুরনী।
বক্তাগণ ভারতে মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসুল (সাঃ) সম্পর্কে জঘন্যতম কুটুক্তি ও বিজেপির সাংসদ নিতেশ নারায়ন রানের সমর্থণের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
Leave a Reply