যুগের খবর ডেস্ক: দেশে এখন নির্বাচনের চেয়ে সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৫ অক্টোবর) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে গণমাধ্যমকে তিনি একথা বলেন।
এর আগে বিকেল সাড়ে তিনটায় জামায়াতের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেন। জামায়াতে ইসলামীর ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন- দলটির আমির ডা. শফিকুর রহমান। প্রতিনিধি দলে ছিলেন- জামায়াতের নায়েবে আমির আবু তাহের মুহাম্মদ আবদুল্লাহ, এমএম শামসুল ইসলাম, মজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পওয়ার।
Leave a Reply