রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার, উক্ত প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় কুড়িগ্রাম জেলার চর রাজিবপুরে শনিবার বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে চর রাজিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও শিক্ষার্থীদের উদ্যোগে এক শোভা যাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৈষম্যহীন শিক্ষা চাই,শিক্ষা ব্যবস্থায় জাতীয়করণ চাই। উক্ত শ্লোগানের সাথে তাল মিলিয়ে রাজিব পুরের দেড় শতাধিক শিক্ষক মণ্ডলী বিশ্ব শিক্ষক দিবসে উপস্থিত হয়ে তাদের দাবি পেশ করেন।
সকাল ১১ঘটিকায় চর রাজিব পুর উপজেলা চত্বর থেকে শুরু করে শহরের অলিগলি প্রদক্ষিণ করে।
পরে উপজেলা হলরুমে ইউএনও তানভীর আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া, অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল, সুপার মাওলানা হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আকবর হোসেন বাবু।
এছাড়া বক্তব্য রাখেন প্রভাষক আমিনুল ইসলাম, প্রভাষক আব্দুর রশিদ, সহকারী শিক্ষক শাহজাহান আকুল ও মাওলানা আবু তালেব প্রমুখ।
বক্তারা বলেন শিক্ষার রুপান্তর শুরু হয় শিক্ষকদের দিয়ে।আর শিক্ষা ব্যবস্থায় বৈষম্য থাকলে এই রুপান্তর সঠিক ভাবে সম্ভব নয়।
তাই শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এর কাছে শিক্ষকদের প্রাণের দাবি মেনে নিয়ে অতি অবিলম্বে জাতীয়করণের দাবি পেশ করেন।
তা নাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুমকি জানান শিক্ষক নেতারা।
Leave a Reply