স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলার উত্তর রমনা গ্রামের সাইফুল ইসলামের ছেলে চিলমারী সরকারি কলেজের ¯œাতক ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী মোঃ জিয়াউল হক রিয়াদ বিরল রোগ থাইমাস গ্লান্ডে আক্রান্ত হয়ে পিতার সর্বস্ব শেষ করে এখন বিনা চিকিৎসায় মানবেতর জীবন যাপন করছে। বিশেষজ্ঞ চিকিৎসকগণ রিয়াদকে দেশের বাইরে চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছেন। তার চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন। এতো টাকা খরচ করার মতো সামর্থ তার পরিবারের নেই। অসহায় পিতা সাইফুল ইসলাম মানুষের দ্বারে দ্বারে আর্থিক সাহায্যের জন্য ঘুরছেন। সমাজের কোন স্বহ্নদয়বান ব্যক্তি বিকাশে সাহায্য করতে পারেন তার মোবাইল নম্বর- ০১৭৮১-৭০৬৫৩২। অগ্রণী ব্যাংক পিএলসি, চিলমারী শাখার হিসাব নং- ০২০০০১৬৮৯০৩০৫। চিকিৎসা করাতে পারলে সুস্থ্য জীবনে ফিরে এসে লেখাপড়া করে সামজের সেবা করতে চায় রিয়াদ।
Leave a Reply