আন্তর্জাতিক ডেস্ক : ভারতে চলতি বছরের লোকসভা নির্বাচনে ওয়েনাড়ে ও রায়বরেলি থেকে প্রার্থী হয়ে দুটিতেই বিজয়ী হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত মঙ্গলবার উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। এরপরই কংগ্রেসের পক্ষ থেকে ওয়েনাড়ের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় প্রিয়াংকা গান্ধীর।
ওয়েনাড়ের আসন ছেড়ে দিয়েছেন রাহুল। ওই আসনেই এবার উপনির্বাচনে লড়বেন বোন প্রিয়াংকা গান্ধী। নির্বাচনে যদি জয় পান প্রিয়াংকা, তবে জনপ্রতিনিধি হিসেবে সংসদে প্রবেশ করবেন তিনি। তখন গান্ধী পরিবারের তিন সদস্যকেই দেখা যাবে সংসদে। যদিও সোনিয়া গান্ধী থাকবেন রাজ্যসভায়।
Leave a Reply