॥ শরিফুল ইসলাম ॥
দুর্বার তুমি, তুমি মত্ত প্রভা,
অগ্নি মন্ত্রে দীপ্ত তুমি
তুমি বাংলার বীর সেনা।
তুমি তাজা বুকের রক্ত স্নাত,
তুমি তেজোদ্দীপ্ত মুক্তির ললাট।
তোমার আঁখি বিজয়ের উল্লাস
তুমি ত্রাসন আবাসনে করেছো আঘাত;
ভেঙ্গে গেছে ত্রাসের সকল কষাঘাত।
তুমি তো সেই মহাবিশ্বের বীরের শির
তুমি চির বিপ্লবী।
তুমি দিগি¦জয়ী বীরের ক্ষিপ্র প্রতাপ,
তুমি প্রভাত ফেরির কোলাহল শপথ।
তুমি পাবক, তুমি আবেগ, তুমিই তরওয়াল,
তুমি তিমির নিরসনে স্নিগ্ধ সকাল।
তুমি মহাযাত্রার মহা প্লাবণ,
তুমি ক্ষিরধারা সাগরের সমীরণ।
তোমার দর্পে ভেঙ্গেছে প্রাসাদ
তুমি চির বিপ্লবী।
তুমি জগদ্বিখ্যাত বিপ্লবের শ্মশান,
তুমি কাঙ্খিত স্বপ্নের বাস্তবায়ন।
তুমি ভালোবাসার চির কিশোর যৌবন,
তুমি মায়ের আঁচলে পহেলা শ্রাবণ।
তুমি প্রভাতের উদিত সূর্য;
তুমি প্রবাল পাথর ভেঙ্গে হয়েছো উদ্দীপ্ত।
তুমি অনাবিল, অরুণ, আবাবিল,
তুমি অভিশঙ্কার সংশয় ভেদক,
তুমি যাপিত শহিদের ঝলক।
তুমি মাৎস্যন্যায়ের নির্বান;
তুমি জ্যান্ত বাতায়নে চির অম্লান।
তুমি মরুর বুকে সজিবের দাপট,
তুমি লাঞ্ছিত ছাত্রের বিজয়ের শপথ।
তুমি বক্ষ চিরে হয়েছো বীর,
তুমি চির বিপ্লবী।
ভাসমান আইন!
অনিয়ম উচ্ছৃঙ্খল, অকালেই কাল,
যত বেষ্টনি ধূম্রজাল।
তুমি মহাকাশের দিগন্ত উর্মি;
তুমি মহা প্রলয়ে ভেঙ্গেছ বেড়ি
তুমি চির বিপ্লবী।
Leave a Reply