স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
রবিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা শাখা যুবদলের আহবায়ক মোঃ ইউনুস আলী মেম্বারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুল বারী সরকার। সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ রুহুল আমিন জিয়া, অষ্টমীরচর ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইদুর ইসলাম, নয়ারহাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফিরোজ আল ফারুখ। অপরদিকে উপজেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবলু’র সভাপতিত্বে যুবদলের একাংশ বালাবাড়ীহাট গাবেরতল এলাকায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। এ সময় আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply