স্টাফ রিপোর্টার: “মুজিব বর্ষের প্রত্যয়-নারী ও শিশু নির্যতন আর নয়” -শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন ১০৯ এর কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক সচেতনতামূলক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বুধবার বিকালে উপজেলা পরিষদ সভা কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের টোল ফ্রি হেল্পলাইন ফর উইমেন এন্ড চিলড্রেন ইন সার্ক মেম্বার ষ্টেটস্ বাংলাদেশ আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন, ওয়ান-স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার মোছাঃ সাবিহা বিনতে আনোয়ার ও সাপ্তাহিক যুগেরে খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার প্রমুখ বক্তব্য রাখেন। সেমিনারে যৌন হয়রানি এবং শিশু নির্যাতন প্রতিরোধে বিনা পয়সায় মোবাইলে ১০৯ নম্বরে রিং করে কিভাবে সহায়তা পাওয়া যেতে পারে, নির্যাতনের শিকার মহিলা ও শিশুরা কিভাবে ওয়ান স্টপ-ক্রাইসিস সেল সহযোগিতা পেতে পারে এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারী সংস্থার সাথে সমন্বিত উদ্যোগের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা হ্রাস করা এবং সেবা কার্যক্রম জোরদার করা যেতে পারে সে বিষয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় ইমাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, কাজী, সুশীল ব্যক্তিত্ব, এনজিও প্রধান, ইউপি চেয়ারম্যাগণ, বিভিন্ন বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply