স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে ইএসডিও’র মর্যাদাপুর্ণ ও স্থায়ীত্বশীল আর্থসামাজিক ক্ষমতায়ন (সীড্স) কর্মসূচি সম্পর্কিত মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও’র) আয়োজনে, স্ট্রমী ফাউন্ডেশন নরওয়ে’র সহযোগিতায় চিলমারী উপজেলা রিসোর্স সেন্টারে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইএসডিও’র কর্মী জেসমিন নাহার এর সঞ্চালনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহেদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাহেদুল ইসলাম, এ কে এম জাকির হোসেন, উপজেলা ইনস্ট্রাক্টর আ.ন.ম মাহফুজুল হক প্রমুখ। এসময় কর্মসূচি কর্তৃক নির্বাচিত উপজেলার রমনা, থানাহাট ও রানীগঞ্জ ইউনিয়নের ১১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণসহ ইএসডিও (সীড্স) কর্মসূচির বিভিন্ন পর্যায়ের উন্নয়ন কর্মীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য কর্মসূচিটি কুড়িগ্রাম জেলার উলিপুর, রাজারহাট ও চিলমারী উপজেলার ৯টি ইউনিয়নে ৩২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ কর্ম এলাকায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
Leave a Reply