প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: জামায়াত ক্ষমতায় গেলে প্রতিটি গণহত্যার ন্যায়বিচার কায়েম করা হবে। অন্যায়ভাবে হত্যাকান্ডের শিকার ওই পরিবারদের সার্বিক সহযোগীতা করা হবে। বৃহস্পতিবার (৩১অক্টোবর) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে জামায়াতের গণ জমায়তে এসব কথা বলেন প্রধান অতিথির কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির মাওলানা আঃ মতিন ফারুকি। তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় গেলে দেশের প্রতিটি পরিবারের বেকারত্ব দুর করা হবে।
আওয়ামীলীগের লগি বৈঠার নৃশংসতায় জড়িতত খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে এ গণজমায়তে জামায়াতের উপজেলা আমির মাওলানা কফিল উদ্দিনের সভাপতিত্বে উপজেলা জামায়তের সেক্রেটারী এ্যাডভোকেট আহাম্মদ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট ইয়াছিন আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শাহজালাল সবুজ, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান ও রফিকুল ইসলাম প্রমুখ।#
Leave a Reply