বিনোদন ডেস্ক : চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে ‘ব্যবসায়ী-তাওহীদি জনতার ব্যানারে’ একদল মানুষের বাধার মুখে পড়ে শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে পারলেন না দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
শনিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে আর এস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। সেজন্য আগেভাগেই চট্টগ্রামে আসেন তিনি।
তবে চট্টাগ্রামে পৌঁছে গেলেও সেখানে গণ্ডগোলের আশঙ্কায় শো-রুম উদ্বোধন করতে যাননি তিনি। ফলে অভিনেত্রীকে ছাড়াই শো-রুমটির উদ্বোধন সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে খুকি লাইফ স্টাইল শো-রুমের ম্যানেজার ইমদাদ বলেন, ‘ব্যক্তিগত কারণে উনি আসতে পারেননি। শেষে উনাকে ছাড়াই উদ্বোধন অনুষ্ঠান শেষ হয়েছে। আর কিছু বলতে পারছি না।’
কাদের বাধার মুখে আসতে পারেননি অভিনেত্রী— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা আমি সঠিক বলতে পারবো না। এটা ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে।’
Leave a Reply