প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসন, সমবায় অধিদপ্তর, কুড়িগ্রাম ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজারহাট উপজেলা সমবায় অফিস চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অফিসার্স ক্লাবে সমবায় সমাবেশ ও আলোচনা সভায় উপজেলা ভারপ্রাপ্ত সমবায় অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ আশাদুল হক। বিশেষ অতিথি বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত। অন্যান্যদের বক্তব্য রাখেন সফল সমবায় সংগঠন রাজারহাট বাজার সমবায় সমিতির ম্যানেজার চিত্তরঞ্জন রায় ও প্রগতি মহিলা সমবায় সমিতি লিমিটেডের সাজিদা বেগম। শেষে ৫টি সফল সংগঠনকে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
Leave a Reply