স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলার চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে দরিদ্র পরিবারের ৬জন শিক্ষার্থী। তার মধ্যে ৩ মেয়ে ও ৩ জন ছেলে।
চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নাজমুল হক জানান, এবছর এই মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৬জন। এর মধ্যে পাশ করেছে ৫০জন। পাশের হার ৯০.৯১%। জিপিএ-৫ পাওয়া মাচাবান্দা ফকিরপাড়া গ্রামের লাবিবা সিদ্দিকা রিমি, মসজিদের পাড় গ্রামের মার্জিয়া আক্তার, শান্তিনগর এলাকার ইশরাত জাহান আফিয়া, রাণীগঞ্জ নৃশিংভাঁজ গ্রামের মোঃ নাহিদুর রহমান, বুরুজেরপাড় গ্রামের মোঃ সাজেদুজ্জামান সাগর ও নৃশিংভাঁজ গ্রামের মোঃ সুলতানুল হাসান। তাদের সাথে কথা হলে, তারা জানান, এ্যান্ড্রয়েট ফোন থেকে সব সময় দূরে ছিলাম। মাদ্রামায় নিয়মিত উপস্থিত থেকে ক্লাস করেছি। সম্মানীত শিক্ষকমন্ডলী ও অভিভাবকদের সর্বাত্বক সহযোগিতায় আমরা ভাল ফলাফল করতে পেরেছি। সহযোগিতা পেলে ভবিষ্যতে আরো ভালো করবো। তারা জানায়, সবাই দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করছি।
Leave a Reply