যুগের খবর ডেস্ক: বাংলাদেশে উন্মুক্ত সংলাপ ও সবার মতামতের ভিত্তিতে (অন্তর্ভুক্তিমূলক) সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনার অফিস (ওএইচসিএইচআর) বাংলাদেশে তদন্ত পরিচালনার পর রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ২১টি সুপারিশ করেছে।
সুপারিশে অন্তর্বর্তী সরকারের কাছে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা সমাধানে উন্মুক্ত সংলাপ আয়োজনের ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছে ওএইচসিএইচআর। ‘বাংলাদেশে সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতার প্রাথমিক বিশ্লেষণ’ শীর্ষক প্রতিবেদনে সম্প্রতি সুপারিশগুলো প্রকাশ করা হয়েছে৷
প্রতিবেদনে গত ৬ আগস্ট থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন এবং এ সংক্রান্ত উদ্বেগ নিয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। প্রতিবেদনটি তৈরিতে একাধিক উন্মুক্ত উৎস ও নির্ভরযোগ্য তথ্য সংকলনের সহায়তা নিয়েছে তদন্ত দল।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই ‘অন্তর্বর্তীকালীন’ সুপারিশগুলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য করা হয়েছে। তবে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ফেরাতে ব্যাপক আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন।
প্রতিবেদনে রাজনৈতিক নেতাদের উদ্দেশে কিছু সুপারিশ করা হয়েছে। যার মধ্যে রয়েছে- প্রাণহানি বা সংঘাতময় কার্যক্রম এড়িয়ে চলা, রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি প্রতিশোধমূলক দৃষ্টিভঙ্গি বর্জন, মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত রাখা, সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করা এবং উস্কানিমূলক কথা-কাজ থেকে বিরত থাকা। এছাড়া ঘৃণা, বৈষম্য ও সহিংসতা থেকে বিরত থাকার পাশাপাশি দলীয় কর্মী-সমর্থকদের মাধ্যমে সংঘটিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে সংস্থাটি।
প্রতিবেদনে আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহিতা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের জন্য বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এছাড়া যেকোন নিয়োগ ও বরখাস্তের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া মেনে চলা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে বল প্রয়োগ সীমিত করার সুস্পষ্ট নির্দেশনা প্রদানের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে, পেলেট গানের ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এছাড়া আন্দোলনে আহত বিক্ষোভকারী, নিরাপত্তা বাহিনীর সদস্য ও অন্যান্যদের অবিলম্বে সমস্ত প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
Leave a Reply