যুগের খবর ডেস্ক: জীবিত স্বামীকে মৃত দেখিয়ে শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে করা হত্যা মামলার বাদী কুলসুম বেগমসহ ৩ জনকে গেপ্তার করেছে আশুলিয়া থানা-পুলিশ। বৃহস্পতিবার কক্সবাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অপর দুজন হলেন শফিকুর ও রুহুল আমীন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ৫ আগস্ট আশুলিয়ার বাইপাইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে স্বামী আল আমিন নিহত হয়েছেন দাবি করে কুলসুম বেগম গত ২৪ অক্টোবর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করেন তিনি। আদালত মামলাটি আশুলিয়া থানাকে নথিভুক্ত করতে নির্দেশ দিলে ৮ নভেম্বর তা নথিভুক্ত হয়। এর পাঁচদিন পর কুলসুম বেগমের স্বামী আল আমিন আশুলিয়া থানায় এসে দাবি করেন, তাঁর স্ত্রী (কুলসুম বেগম) তাঁকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করেছেন। পরে আশুলিয়া থানা-পুলিশ আল আমিনকে জীবিত থাকার জবানবন্দি দিতে আদালতে পাঠায়।
এরপরই মামলার বাদী কুলসুম বেগমকে গ্রেপ্তারে শুরু অভিযান শুরু করে পুলিশ।
মামলার বাদী কুলসুম বেগমের দাবি, চাকরির প্রলোভনে রুহুল আমীন ও শফিকুরের প্ররোচনায় তিনি মিথ্যা মামলা করেন।
কুলসুম অভিযোগ করেন, মিথ্যা মামলা দায়েরের বিষয়টি জানাজানি হলে রুহুল আমিন ও শফিকুর তাঁকে মেরে ফেলার পরিকল্পনার অংশ হিসেবে কক্সবাজারে নিয়ে যায়।
কুলসুমের এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রুহুল আমিন দাবি করেন, এই মিথ্যা মামলা দায়েরের সঙ্গে তিনি জড়িত নন। কুলসুম এক সময় তাঁর বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, মিথ্যা মামলা দায়েরের অভিযোগে কুলসুমসহ ৩ জনকে তাঁরা গ্রেপ্তার করেছেন। মামলার বাদীকে জবানবন্দি দিতে আদালতে পাঠানো হবে। বাকি দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আদালতের নির্দেশনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থগ্রহণ করা হবে।
Leave a Reply