এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারীতে কেয়ার বাংলাদেশ বাস্তবায়িত্ব স্কেলিং আপ ফোরকাষ্ট বেইজড অ্যাকশন এন্ড লার্নিং ইন বাংলাদেশ (সুফল-২) প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিশাণ দাস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার সাগরিকা কাজ্জি, উপজেলা মৎস্য অফিসার মোঃ বদরুজ্জামান মিয়া রানা, কেয়ারের প্রজেক্ট অফিসার মোঃ সাব্বির গাজী, আইরিন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, সুফল প্রকল্পের পক্ষ থেকে কর্ম এলাকায় আবহাওয়া ও বন্যা সতর্কীকরণ সম্পর্কিত মোবাইলে ফোনে যে ভয়েস কল দেয়া হয়, প্রজেক্ট শেষ হলেও যেন সেটি অব্যাহত থাকে। যাতে এই অঞ্চলের মানুষ উপকৃত হবে বলে তিনি জানান।
Leave a Reply