এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে চিলমারী সরকারি কলেজ মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় বালকদের ফুটবল প্রতিযোগিতায় মজারটারী সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং রানার্সআপ হয় জোড়গাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকাদের খেলায় চ্যাম্পিয়ন হয় ফকিরেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় রমনা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিকেল ৪টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল বারী সরকার, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোঃ নুর আলম মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান।
Leave a Reply