বিনোদন ডেস্ক: কখনো আলোচনা, কখনো বা সমালোচনা দিয়ে মিডিয়া অঙ্গনে নিজের নামটি বেশ পাকাপোক্ত করে নেন এ সময়ের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। এই মুহূর্তে বুবলীর হাতেই বেশিসংখ্যক সিনেমা রয়েছে। শুধু সিনেমায় অভিনয়ই নয়, পাশাপাশি অন্যান্য কাজ নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন।
বছরের শেষপ্রান্তে এসেও বুবলী ভীষণ ব্যস্ত। মো. নূরুজ্জামানের পরিচালনায় এনটিভিতে আগামী ৪ জানুয়ারি রাত ৯টা ৩০ মিনিট থেকে প্রচার শুরু হতে যাচ্ছে ‘মমতাজ সিক্রেট বিউটি এক্সপার্ট’। এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতেই বিশেষ বিচারক হিসেবে দর্শক দেখতে পাবেন চিত্রনায়িকা বুবলীকে।
গত ২৮ নভেম্বর রাজধানীর তেজগাঁওতে এনটিভির নিজস্ব স্টুডিওতে ‘সিক্রেট বিউটি এক্সপার্ট’র গ্র্যান্ড ফিনালে পর্বটির রেকর্ডিং সম্পন্ন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন প্রধান দুই বিচারক বিউটিশিয়ান কানিজ আলমাস খান ও কাজী কামরুল ইসলাম। হেয়ার স্টাইলিস্ট কাজী কামরুল ইসলাম। অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন সময়ের নন্দিত অভিনেত্রী, উপস্থাপিকা আইশা খান।
আরও পড়ুন
Leave a Reply