আজকের তারিখ- Mon-10-02-2025
 **   বর্তমান পরিস্থিতি নিয়ে আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে বিএনপি **   সাবেক সিইসি আবদুর রউফ আর নেই **   আজ থেকে সারা দেশে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’ **   বেনজির এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে: জামায়াত আমির **   ১১ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী জনসভা করবে বিএনপি **   হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে আর হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার **   এই বছরের শেষের দিকে নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা **   শাওন ও সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিলো ডিবি **   চিলমারীতে শুরু হলো পন্ডিত বইমেলা ॥ উদ্বোধন করলেন কবি ও গীতিকার হাসান ফকরী **   জুনের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশে নামানোর লক্ষ্য সরকারের

রাজারহাটে বিভিন্ন মামলায় এক মাসে ৫৮জন গ্রেফতার

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ ডিসেম্বর মাস জুড়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ৫৮জনকে গ্রেফতার করে কুড়িগ্রাাম জেল হাজতে প্রেরণ করেছে। এছাড়া একই দিনে ১১জনকে গ্রেফতার করায় উপজেলা জুড়ে টক অব দ্যা নিউজ এ পরিনত হয়েছে। দু’একটা ছিঁচকে চুরি ছাড়া রাজারহাট উপজেলায় আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি রয়েছে। তবে এ উপজেলায় মোবাইল ফোনে বিভিন্ন সামাজিক মাধ্যমে ভূয়া সংবাদ ছড়ানোর প্রবনতা রয়েছে কিছু কিশোরের। সে বিষয়টিও প্রশাসনের দৃষ্টিতে রয়েছে। এসব ভূয়া খবর যেন না ছড়ায় সেদিকে সকলকে নজর রাখতে হবে। সেজন্য প্রশাসন সকলের সহযোগীতা কামনা করেছেন।
পুলিশ জানান, রাজারহাট উপজেলায় শুধু ১ ডিসেম্বর থেকে ৩০ডিসেম্বর পর্যন্ত আদালতের ওয়ারেন্টভূক্তসহ বিভিন্ন মামলায় ৫৮জন আসামীকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- শফিউল আলমের ছেলে মেসবাহুল (৩২), আহম্মদ আলীর ছেলে আশরাফুল হক (৪০), ছয়ের উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম (৩০), আঃ করিমের ছেলে আসাদুজ্জামান রাঙ্গা (৪৬), হোসেন আলীর ছেলে আঃ মান্না (৬২), যতিন্দ্র নাথের ছেলে গোপাল চন্দ্র (৪৭), সাহের উদ্দিনের ছেলে ফিরোজ আল মামুন সনেট (৪২), শহিদুল ইসলামের ছেলে মশিউর রহমান মিলন (২৫), নয়া মিয়া র ছেলে আনোয়ারুল হক (৩৯), ননী গোপালের ছেলে সন্তোষ রায় (৫০), শামছুর হকের ছেরে জাকির হোসেন (৩৩), আঃ রাজ্জাকের ছেলে আরিফ হাসান (২৩), সোলায়মানের ছেলে জামাল মিয়া (২৭), আজগার আলীর ছেলে একরামুল হক (২৮), ছাফুরা মামুদের ছেলে মিলন (৩২), আঃ রহমানের ছেলে জাহিদুল ইসমলাম (৩৫), আক্তার হোসেনের ছেলে রাহেনুল ইসলাম, হাদিউজ্জামানের স্ত্রী সুইটি বেগম, মজিবুল হকের স্ত্রী আছমা বেগম (৩৬), মনিরউদ্দানের ছেলে শাহজামাল (৬০), জবর আলী ছেলে মজিবুল ইসলাম (৪০), আঃ গফুরের ছেলে হারুন মিয়া (৩২), মোজাম্মেল হকের ছেলে রাইনুল ইসলাম (৪৭), আহম্মদ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (২৫), সুরত আলীর ছেলে নয়ন মিয়া, হোসেন আলীর ছেলে আঃ মান্নান (৬২), আমিনুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম (৩০), এমদাদুল হকের ছেলে রফিকুল ইসলাম (৩৮), জব্বার আলীর ছেলে আনোয়ারুল ইসলাম (৪৮), সুরেন্দ্রনাথ সরকারের ছেলে শ্রী শিবু প্রসাদ (৫৩), সুলতান আলীর ছেলে রবিউল ইসলাম (২৫), সেকেন্দার আলরি ছেলে আশরাফুল আলম (২৮), শফিউদ্দিনের ছেলে আতাউর রহমান (২৭), আঃ আজিজের ছেলে রিয়াজুল হক (৬১), মোহাম্মদ আলীর ছেলে কামরুল ইসলাম, কটু মন্ডলের ছেলে আঃ হানিফ (৩৯), যশোর উদ্দিনের ছেলে রোস্তম আলী, জহুরুল ইসলামের ছেলে মিলন (৪৩), ছলিমুদ্দিনের ছেলে বকুর হোসেন আবুল (৫৬), আঃ সালামের ছেলে শরিফুল ইসলাম (৩৬), আঃ মোন্নাফের ছেলে নাজমুল হোনের (৩৫), আঃ আউয়ালের ছেলে শফিকুল ইসলাম (৪২), জাহাঙ্গীরের মেয়ে আমিনা খাতুন ও ছেলে আল আমিন, চন্দন অরায়ের স্ত্রী সীমা রানীদেব, মফিজ উদ্দিনের ছেলে আঃ রউফ (৪০), শামছুল হকের ছেলে মেহেদী হাসান (৫৩), আজগার আলীর ছেলে আঃ আউয়াল (৪২), আবুল কালামের চেলে এরশাদুল হক (৩৮), বন্দে আলীর ছেলে মশিউর রহমান (৫৫), আলমের ছেলে শহিদুল ইসলাম, জবর আলীর ছেলে মজিবুল হক (৪১) ও জানুউদ্দিনের ছেলে ইয়াসিন আলী (২৮)। এছাড়া সি আর ৬৭১/২৪ গ্রেফতারি পরোয়ানা মূলে উপজেলার সদর ইউনিয়নের দেবীচরণ গ্রামের কসর আলীর ছেলে মোহাম্মদ ওয়াহেদ আলী ও আব্দুর রাজ্জাক, চান্দামারী গ্রামের আব্দুর রহমানের ছেলে আবুল কাশেম ও জাহিদুল ইসলাম, আব্দুল সালামের ছেলে আব্দুর রাজ্জাক, চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারি গ্রামের নসর উদ্দিনের ছেলে আদম আলী, নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন গ্রামের ওসমান আলীর ছেলে আব্দুর রহিম ও তার স্ত্রী মোছাঃ বেগম, উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর খন্ডক্ষেত্র গ্রামের চাঁন্দের বাজারের রফিকুলের দোকানের সামনে জুয়া খেলার সময় মীরেরবাড়ি বালার দিঘীর পাড় এলাকার মৃত ছাদুরা মামুদের ছেলে জুয়াড়ি মিলন মিয়া (৩২), একই এলাকার মৃত আজগার আলীর ছেলে একরামুল হক (২৮) ও সোলায়মান আলীর ছেলে জামাল মিয়া (২৭) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এসময় জুয়া খেলার সরঞ্জামাদীসহ নগদ টাকা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করে রাজারহাট থানার পুলিশ।
থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, রাজারহাট উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে। জুয়া, মাদক, কিশোর গ্যাং, বাল্য বিবাহসহ আইনশ্ঙ্খৃলা বিঘ্নকারীকে যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসবে পুলিশ প্রশাসন। বিশেষ করে জুয়া, মাদক জিরো টলারেন্সে নিয়ে আসতে যা করণীয় পুলিশ তাই করবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ jugerkhabor@gmail.com, smnuas1977@gmail.com
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )