বিনোদন ডেস্ক : এক সময় প্রতিদিন আসতেন কাজের প্রয়োজনে প্রিয় কর্মস্থল প্রাণের বিএফডিসিতে। শুটিং আর ডাবিংয়ের ফাঁকে আড্ডায় মেতে উঠতেন সহকর্মীদের সঙ্গে। আর সোমবার এলেন শেষ বারের মতো। এলেন আর শেষ বিদায়ে সহকর্মীদের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন। বিএফডিসিতে ফুলেল শ্রদ্ধা শেষে আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সিনেমা ইন্ডাস্ট্রির ‘বড় ভালো লোক ছিল’খ্যাত বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র (হাসান ইমাম)।
দুপুর ১২টায় স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে প্রবীর মিত্রের মরদেহ আনা হয় বিএফডিসিতে। সেখানকার জহির রায়হান কালার ল্যাব চত্বরে ঘন্টাব্যাপী শেষ শ্রদ্ধা জানায় সহকর্মী, সুহৃদ, স্বজন ও শুভানুধ্যায়ীরা। শুরুতেই শ্রদ্ধা নিবেদন করে চলচ্চিত্র শিল্পী সমিতি।
সমিতির পক্ষে সভাপতি মিশা সওদাগরের নেতৃত্বে শ্রদ্ধা জানান অভিনেতা আলমগীর, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়ক কায়েস আরজু, বাপ্পী চৌধুরী, মুক্তি, পলি প্রমুখ।
এরপর মহাসচিব শাহীন সুমনের নেতৃত্বে শ্রদ্ধা জানায় পরিচালক সমিতি। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র পরিচালক আবুল খায়ের বুলবুল, রেজা হাশমত, শাহাদাৎ হোসেন লিটন, কবিরুল ইসলাম রানা, শাহীন কবির টুটুল, মোস্তাফিজুর রহমান বাবু, মোস্তাফিজুর রহমান মানিক, বুলবুল বিশ্বাস, রফিক শিকদার প্রমুখ।
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) পক্ষে সাধারণ সম্পাদক রাহাত সাইফুলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন পর্বে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভুঁইয়া, সদস্য মহিব আল হাসান, রঞ্জু সরকার, মাজহার বাবু, সিনিয়র সাংবাদিক জাহিদ আকবর, এন আই বুলবুল, সিনিয়র সাংবাদিক আহমেদ তেপান্তর প্রমুখ।
আরো শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ প্রযোজক সমিতি, এডিটিরস গিল্ড, চিত্রগ্রাহক এসোসিয়েশন, এনিগমা টিভিসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। এদিন প্রদর্শক সমিতির পক্ষে শ্রদ্ধা নিবেদনে এসেছিলেন উলকা সিনেমার কর্ণধার মো. রফিক উদ্দিন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মু. নাহিদ ইসলাম শক্তিমান অভিনেতা প্রবীর মিত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
শ্রদ্ধাঞ্জলী পর্বের আনুষ্ঠানিকতা শেষে বাদ যোহর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নেওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গনে। সেখানে দ্বিতীয় নামাজে জানাযা শেষে আজিমপুর কবরস্থানে প্রবীর মিত্রকে (হাসান ইমাম) সমাহিত করা হয়।
রবিবার রাত সাড়ে দশটায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বর্ষীয়ান এই অভিনেতা। কিডনি, ডায়াবেটিস, অক্সিজেন স্বল্পতাসহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ১৩ দিন তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বরেণ্য এই অভিনেতা ১৯৪০ সালের ১৮ আগস্ট চাঁদপুরে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তবে তার বেড়ে ওঠা পুরান ঢাকায়। তবে দাদা বাড়ি জিঞ্জিরা বিখ্যাত জমিদার মিত্র বাড়ি। পড়াশোনা করেছেন সেন্ট গ্রেগরি স্কুলে। এরপর স্নাতক সম্পন্ন করেছেন জগন্নাথ কলেজ থেকে।
থিয়েটারে অভিনয়ের মাধ্যমে সংস্কৃতির ভুবনে আসেন প্রবীর মিত্র। ‘লালকুটি’ থিয়েটারে কাজ করেছেন অনেক দিন। এরপর পরিচালক এইচ আকবরের হাত ধরে চলচ্চিত্রে আসেন তিনি। প্রবীর মিত্রের প্রথম সিনেমার নাম ‘জলছবি’।
ক্যারিয়ারের প্রথম দিকে নায়ক চরিত্রে অভিনয় করেছেন প্রবীর মিত্র। ‘তিতাস একটি নদীর নাম’, ‘চাবুক’-এর মতো সিনেমায় তিনি ছিলেন নায়ক। এছাড়া ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ সিনেমাতেও তিনি ছিলেন মূখ্য চরিত্রে।
এরপর ধীরে ধীরে প্রবীর মিত্র মনোযোগী হন চরিত্রভিত্তিক অভিনয়ে। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে- ‘জীবন তৃষ্ণা’, ‘সীমার’, ‘তীর ভাঙা ঢেউ’, ‘মিন্টু আমার নাম’, ‘প্রতিজ্ঞা’, ‘অঙ্গার’, ‘পুত্রবধূ’, ‘নয়নের আলো’, ‘জয় পরাজয়’, ‘চাষীর মেয়ে’, ‘দুই পয়সার আলতা’, ‘আবদার’, ‘নেকাব্বরের মহাপ্রয়ান’, ‘দেহরক্ষী’, ‘অনেক সাধনার পরে’, ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’, ‘মাই নেম ইজ খান’, ‘মাই নেম ইজ সুলতান’, ‘জিদ্দি বউ’, ‘কুসুম কুসুম প্রেম’, ‘বস নাম্বার ওয়ান’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ইত্যাদি।
Leave a Reply