স্পোর্টস ডেস্ক : চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে রীতিমতো উড়ছে রংপুর রাইডার্স। ঢাকা পর্বে তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করে তারা। ঢাকা পর্ব শেষ করে সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচেও দুর্দান্ত জয় তুলে নিয়েছে রংপুর। যার ফলে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে চার ম্যাচেই জয় তুলে নিলো উত্তরের এই দলটি।
সোমবার (০৬ জানুয়ারি) লাক্কাতুরায় টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০৫ রানের বিশাল পুঁজি পায় সিলেট। জবাবে অ্যালেক্স হেলস ও সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেট ও ৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় রংপুর। হেলস অপরাজিত ছিলেন ৫৬ বলে ১১৩ রানে। এবারের বিপিএলে টানা চার ম্যাচেই জয় পেল তারা। আর সিলেট তাদের খেলা দুই ম্যাচেই হেরেছে।
রংপুরের হয়ে আজ ওপেনিংয়ে নামেন অ্যালেক্স হেলস ও আজিজুল হাকিম তামিম। তবে আগের ম্যাচের মতো আজও ব্যর্থ আজিজুল হাকিম তামিম। ইনিংসের প্রথম ওভারেই তানজিম হাসান সাকিবের শিকার হয়ে শূন্য রান করেই সাজঘরে ফিরে যান তিনি।
আজিজুল হাকিম তামিমের বিদায়ের পর সাইফ হাসানকে নিয়ে জুটি গড়েন অ্যালেক্স হেলস। জুটি গড়ে সিলেটের বোলারদের ওপর তান্ডব চালাতে থাকেন এই দুই ব্যাটার। দুই ব্যাটারই তুলে নেন জোড়া অর্ধশতক।
তবে জয়ের খুব কাছে গিয়ে ৪৯ বলে ৮০ রান করে তানজিম হাসান সাকিবের বলে আরিফুল হকের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান সাইফ হাসান। তার বিদায়ে ভাঙে ১৮৬ রানের জুটি।
সাইফের বিদায়ের পর শেষ কাজটা করেন হেলস। ৫৬ বলে ১০ চার এবং ৭ ছক্কার মারে ১১৩ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। ইফতিখার ৪ বলে ৮ রানে অপরাজিত ছিলেন। সিলেটের পেসার তানজিম সাকিব ৪ ওভারে ২৩ রানে নেন ২ উইকেট।
এর আগে রনি তালুকদার ও জাকের আলীর ব্যাটে ২০৫ রানের বিশাল পুঁজি পেয়েছিল সিলেট। তবে হেলস ও সাইফের কাছে রানটা সামান্যই মনে হয়েছে।
Leave a Reply