স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় দুই দশক পর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে বোলিং করার অভিযোগ উঠেছে সাকিব আল হাসানের বিরুদ্ধে। ইংল্যান্ডে পরীক্ষা দিয়ে পাশ না করায় আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করে আইসিসি।
তবে আনুষ্ঠানিক কোন চিঠি এখনো বোর্ড পায়নি। যে কারণে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এমন অবস্থায় বড় শাস্তির মুখে পড়তে হতে পারে সাকিবকে।
এ ছাড়াও ক্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন ধারায় বেশ কিছু শর্তও আছে। যেমন কোন বোলারের যদি নির্দিষ্ট কোন ডেলিভারির ক্ষেত্রে অ্যাকশন ক্রুটিপূর্ণ হয়, সেক্ষেত্রে ওই নির্দিষ্ট ডেলিভারিই কেবল করতে পারবেন না ওই ক্রিকেটার। এমনটা হলে আর্ম বল করতে পারবেন না সাকিব। কারণ, তার আর্ম বল ডেলিভারিতে ক্রুটি পেয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
তাই বিসিবির কাছে বোলিং অ্যাকশনের আনুষ্ঠানিক রিপোর্ট আসলেই কেবল সাকিবের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচ খেলেন সাকিব। তখনই আম্পায়ার তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
Leave a Reply