এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ও রমনা ইউনিয়নে তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই শ্লোগানকে সামনে রেখে ‘তারুণ্যের ভাবনায়, আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা থানাহাট ও রমনা মডেল ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে।
থানাহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন সরকার শিরিন, রাজারভিটা ইসলামীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ ড. মোঃ মিনহাজুল ইসলাম, বজরাতবকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মশিউর রহমান, চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নাজমুল হোসেন, থানাহাট এ, ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল হক, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলী প্রমুখ বক্তব্য রাখেন।
অপরদিকে দুপুরে রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম আশেক আঁকার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে চিলমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশিক ইকবাল লেলিন, মুদাফৎথানা এস, সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তসবিরুল হক রুমী, শরীফেরহাট এম, ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ, পাত্রখাতা রিয়াজুল জান্নাহ্ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ আব্দুল আজিজ আকন্দ, রমনা ইউপি সদস্য মোঃ রুকনুজ্জামান স্বপন ও ইউপি সচিব মোঃ আবু বক্কর সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।
Leave a Reply