স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী ব্রক্ষপুত্র নদে অবস্থিত ভাসমান তেল ডিপো স্থায়ীকরণ ও পূণরায় তেল সরবরাহ চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১৯৮৯ সালে ভাসমান তেলডিপোটি চিলমারী ব্রক্ষপুত্র নদে স্থাপন করে তেল সরবরাহ থাকলেও আওয়ামী লীগ সরকার ২০১৮ সালে তেল সরবরাহ বন্ধ করে দেন। গত বৃহস্পতিবার সকাল ১১টায় চিলমারী শাখা ট্যাংক-লড়ি শ্রমিক ইউনিয়নের আয়োজনে সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল হক (বীর মুক্তিযোদ্ধা) এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা নুর মোহাম্মদ সরকার, মমিনুল হক, জয়নাল আবেদীন ও চিলমারী প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. প্রফেসর ইউনুস বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
Leave a Reply