এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারীতে দু‘দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ^ময়’ এই শ্লোগানকে সামনে রেখে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ আব্দুল বারী সরকার, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ নুর আলম মুকুল, রাজারভিটা ইসলামীয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ ড. মিনহাজুল ইসলাম, চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নাজমুল হক ও চিলমারী প্রেস ক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। মেলায় ১১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন। পরে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Leave a Reply