প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে আলু আবাদে লোকসান হওয়ায় এক কৃষকের স্ত্রী তাকে ছেড়ে বাবার বাড়িতে চলে যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বিদ্যানন্দ নামার চর এলাকায়।
জানা গেছে, ওই এলাকার শুক্কুর আলী লাভের আশায় ধার দেনা করে ২০ একর জমিতে আলু আবাদ করে। কিন্তু এবারে আলুর বাম্পার ফলন হওয়ায় মৌসুমের শুরতেই আলুর দাম কম। আলু আবাদ করে তাকে প্রায় ১০লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে। এ কারণে শনিবার ওই কৃষকের স্ত্রী সফুরা বেগম (৩৫) তার স্বামী ও তিন সন্তানকে রেখে বাবার বাড়ি জামালপুরে চলে যায়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি ওই এলাকার ইউপি সদস্য হোসেন আলী নিশ্চিত করেছেন।
Leave a Reply