আজকের তারিখ- Sat-08-02-2025
 **   হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে আর হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার **   এই বছরের শেষের দিকে নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা **   শাওন ও সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিলো ডিবি **   চিলমারীতে শুরু হলো পন্ডিত বইমেলা ॥ উদ্বোধন করলেন কবি ও গীতিকার হাসান ফকরী **   জুনের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশে নামানোর লক্ষ্য সরকারের **   চিলমারীতে বিনামূল্যে মুরগি বিতরণ **   দেশকে ৪টি প্রদেশে ভাগ করার সুপারিশ **   সম্পত্তি দখলের অভিযোগ, অবশেষে মুখ খুললেন পপি **   প্রাইমকোট ছাড়াই রাস্তা কার্পেটিং, স্থায়িত্ব নিয়ে দুশ্চিন্তা  **   পাচারের অর্থ ফেরাতে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

চিলমারীতে ৪৩ বছরের পরিত্যাক্ত ভবনের একাংশে চলছে ডাকঘর

এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারীতে ৪৩বছরের পরিত্যাক্ত ভবনের একাংশে চলছে উপজেলা ডাকঘরের কার্যক্রম। পরিত্যাক্ত ওই ঘরে জীবনের ঝুঁকি নিয়ে দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ডাক বিভাগের কর্মীরা। একটি কক্ষে কোন রকমে অফিস কার্য পরিচালনা করা হলেও শৌচাগারসহ অফিস এবং কোয়ার্টারের প্রায় সকল কক্ষ পরিত্যাক্ত। ভবনটির বাহিরে শেওলা এবং ভিতরে বিভিন্ন জায়গায় পলেস্তার ধসে গেছে। অবস্থাদৃষ্টে ডাকঘরতো নয় যেন ভূতুরে বাড়ী।
জানা গেছে, ১৯৮১সালের ৪ নভেম্বর তারিখে তৎকালিন ডাক, তার ও টেলিফোন মন্ত্রী এ, কে, এম মাইদুল ইসলাম চিলমারী সাব-পোষ্ট অফিস হিসাবে ওই ভবনটির শুভ উদ্বোধন করেন। উপজেলার কলেজ মোড় এলাকায় ২১শতাংশ জমির উপরে ৫ কক্ষ বিশিষ্ট একতলা এই ভবনটি নির্মিত হয়। এর পর দীর্ঘ প্রায় ৪৩বছর পেরিয়ে গেলেও ভবনটির কোন সংস্কার করা হয়নি। একে একে ভবনের সকল কক্ষ অঁেকজো হয়ে পড়ছে। সামনের একটি কক্ষে কোন রকমে পোষ্ট ই-সেন্টারের কার্যক্রম পরিচালিত হচ্ছে। একটি কক্ষে পোষ্ট অফিসের দাপ্তরিক কাজ চললেও বাকী সব কক্ষ অকেঁজো হয়ে পড়ে রয়েছে। ভবনের বাহিরে সর্বত্র শেওলা জমেছে আর ভিতরের বিভিন্ন স্থানে পলেস্তার ধসে গেছে। অবস্থা দৃষ্টে সেটি পরিত্যাক্ত এক ভূতুরে বাড়ী।
সরেজমিনে ডাক ঘর ভবনে গিয়ে দেখা যায়, একটি কক্ষে কোন রকমে জীবনের ঝুকি নিয়ে ডাক আদান-প্রদান এবং অর্থনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা। পার্শে¦র দুইটি কক্ষে চলছে পোষ্ট ই-সেন্টারের কার্যক্রম। আফিসে থাকা একমাত্র শৌচাগারটি পরিত্যাক্ত হয়ে পড়ায় দরজা ঠেস দিয়ে রাখা হয়েছে। পোষ্ট মাষ্টারের জন্য আবাসিক অংশটিও সম্পূর্ণরুপে পরিত্যাক্ত হয়ে পড়ে আছে। নিরাত্তার অভাবে অফিস শেষে ষ্ট্যাম্প ও নগদ অর্থসহ প্রয়োজনীয় কাগজপত্র থানায় জমা রাখছে এবং সকালে অফিস খুলেই থানা থেকে সব মালামাল নিয়ে আসতে হয়। জড়াজীর্ন অফিসটিতে পোষ্ট মাষ্টার ১জন, অপারেটর ১জন, পোষ্টম্যান ১জন, প্যাকার ১জন, রানার ১জন ও ইবি নৈশ-প্রহরী ১জন মিলে মোট ৬জন কর্মকর্তা-কর্মচারী প্রতিনিয়ত জীবনের ঝুকি নিয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এসময় এলাকাবাসী মিজানুর রহমান, সবুজ, আলমগীর, আরাফাতসহ অনেকে বলেন, উপজেলায় এত কিছুর উন্নয়ন হয়, পোষ্ট অফিসটির কোন উন্নয়ন হয় না? জরাজীর্ণ এই পোষ্ট অফিসটিতে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় রকমের দুর্ঘটনা বলে জানান তারা।
উপজেলা পোষ্ট অফিসের পোষ্ট মাষ্টার মোঃ সফিকুল ইসলাম জানান, অফিসটি জরাজীর্ণ হয়ে পড়েছে, আমরা প্রতিনিয়ত জীবনের ঝুকি নিয়ে অফিসে কাজ করছি। অফিসটি সংস্কারের জন্য উপরে বলেছি কিন্তু বরাদ্দ না আসায় তা হয়নি।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ jugerkhabor@gmail.com, smnuas1977@gmail.com
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )