প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম (৬২) কে রাজারহাট থানা পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে ওই ইউনিয়ন থেকে শত শত মানুষ থানায় ভিড় করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যানন্দ ইউনিয়নের চেয়ারম্যান তাইজুল ইসলাম (৬২) বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নৌকা প্রতীক নিয়ে বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়। ৫ই আগষ্টের পর ওই ইউপি চেয়ারম্যান গাঁ ঢাকা দেয়। এলাকাবাসীরা জানান, তাইজুল ইসলাম আওয়ামী লীগ সরকারের আমলে দলের প্রভাব বিস্তার করে বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসচ্ছিল। তার বিরুদ্ধে ভোট জালিয়াতির মামলা চলমান রয়েছে। ঘটনার দিন রোববার (১৯জানুয়ারী) বিকালে তিনি রাজারহাট বাজারে আসেন। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তাইজুল ইসলাম ওই ইউনিয়নের মন্দির মৌজার মৃত ইসলাম সরকারের ছেলে। বিষয়টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।
Leave a Reply