প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাট উপজেলাকে মাদক সন্ত্রাস, চাঁদাবাজ, ইফটিজার সহ সকল ধরনের অপকর্ম মুক্ত করতে আমি বদ্ধপরিকর। বিশেষ করে থানায় যারা লবিং করে তাদের উদ্দেশে আমার একটাই কথা, ন্যায় সঙ্গত ছাড়া অন্যায় ভাবে আমি কোন কাজকে প্রশ্রয় দিবো না। অর্থের কাছে আমার মাথা হেট করবো না। এতে যদি আমার কোন থানায় স্থায়ীভাবে থাকতে না হয়, তাতেও আমার কোন বিন্দুমাত্র দুঃখ নেই। আমি ন্যায় সঙ্গত ভাবেই চাকুরি করতে চাই। আপনারা সাংবাদিকগণ সব সময় আমার পাশে থেকে সহযোগীতা করবেন এতোটুকু আমি আশাবাদী। প্রেসক্লাব রাজারহাট এর সাংবাদিকদের সাথে নবাগত ওসি আশরাফুল ইসলামের মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
রোববার সন্ধ্যায় প্রেসক্লাব রাজারহাট কার্যালয়ে মতবিনিময় সভায় প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকতের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহসভাপতি আমিনুল ইসলাম ও এম আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজুল ইসলাম লাভলু, সাংগাঠনিক সম্পাদক আসাদুর রহমান শিমু, কোষাধ্যক্ষ আশরাফুল আলম সাজু, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, এ এস লিমন, মোহাম্মদ আলী মন্ডল এটম, মোস্তফা কামাল, মশিউর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব নয়ন আলী এবং উপজেলা ছাত্র সমন্বয়ক আল মিজান মাহিন।
Leave a Reply